ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপের সূচিতে পরিবর্তন করা হবে। ভারতীয় বোর্ডের চাওয়া অনুযায়ী, ভারত ও পাকিস্তানের ১৫ অক্টোবরের ম্যাচটি একদিন আগে হবে। সঙ্গে পাকিস্তানের আরও একটি ম্যাচের সূচি বদল করা হবে। আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল। ভেন্যু ঠিক থাকলেও ম্যাচ একদিন এগিয়ে আনা হচ্ছে। কারণ ১৫ অক্টোবর নবরাত্রীর উৎসব আছে। যে কারণে নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হতে পারে।
এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ছিল ১২ অক্টোবর। ওই দিন ম্যাচ খেলে আবার ১৪ অক্টোবর ম্যাচ খেলা পাকিস্তানের জন্য সম্ভব নয়। সেজন্য ওই ম্যাচটি এগিয়ে আনা হচ্ছে ১০ অক্টোবর। সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানতে পেরেছে যে, সূচি পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে পিসিবি। তবে ওই দুই সূচিতে পরিবর্তন আনার কারণে আরও কিছু ম্যাচে তার প্রভাব পড়তে পারে।
সূচিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ও আফগানিস্তানের ১৪ অক্টোবর ম্যাচ রয়েছে। একই দিন ভারত-পাকিস্তান ম্যাচ খেলানো হলে তা অন্য ম্যাচের ওপর নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে। সেজন্য ওই ম্যাচ দুটি একদিন এগিয়ে আনা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
আগামী ৫ অক্টোবর ভারতে বসবে বিশ্বকাপের মেগা আসর। এরই মধ্যে আসরের সূচি প্রকাশ হয়ে গেছে। তবে নতুন করে আবার সূচি ঘোষণা করবে আইসিসি। ২০১৯ বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে। ওই আসরের সূচি প্রায় এক বছর আগে ঘোষণা করেছিল আইসিসি। এবারের বিশ্বকাপের সূচি মাত্র ১০০ দিন আগে ঘোষণা করা হলেও আবারও সূচির বিষয়টি ঝুলে থাকল।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস