বিশ্বকাপের প্রস্তুতির জন্য সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ চলছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ড্রেসিং রুমে হঠাৎ আগুন লাগে। আগুনের ধোঁয়ায় ঢেকে যায় ড্রেসিং রুম। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পুড়ে গেছে খেলোয়াড়দের সরঞ্জাম।
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক দুই মাস। এই মাঠে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। এই দুর্ঘটনায় বিশ্বকাপের আয়োজন ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। দমকলের এক কর্মকর্তা বলেন, ড্রেসিং রুমে খেলোয়াড়দের ব্যবহারের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল দ্রুত আসায় আগুন বেশি ছড়াতে পারেনি। আগুন লাগার পর সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
প্রাথমিক তদন্তের পর দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বড় কোনো ক্ষতি না হলেও সাজঘরের মধ্যে রাখা খেলায়াড়দের সরঞ্জাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতির মধ্যে শনিবার ইডেন পরিদর্শন করেন আইসিসির প্রতিনিধি দল। ইডেনের কাজ পরিদর্শন করে ওই দল খুশিও হয়েছিল। ড্রেসিং রুম, কর্পোরেট বক্স, মিডিয়া সেন্টার ও ধারাভাষ্যকারদের বক্স ঘুরে দেখেন তারা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইডেন গার্ডেন্স সম্পূর্ণভাবে সাজিয়ে ফেলার কথা।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের আশ্বাস, নির্দিষ্ট সময়ের আগেই তারা সব কাজ শেষ করবেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আইসিসির প্রতিনিধি দলটি আরেক একবার ইডেন পরিদর্শনে আসার কথা। তারপরই ফিট ঘোষণা করা হবে ইডেনকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস