খেলাধুলা

এশিয়া কাপে সিলেটের তানজিম সাকিব

আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগে ধাক্কা লাগল। ইনজুরি থেকে সেরে না ওঠায় ছিটকে গেলেন এবাদত হোসেন। ফলে ১৭ সদস্যের দলে থাকলেও এই পেসারের এবারের এশিয়া কাপে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না। এবাদতের জায়গায় যাচ্ছেন তানজিম হাসান সাকিব। মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৯ বছর বয়সী এবাদত অনেকদিন ধরেই দলের পেস বোলিংয়ের অন্যতম সদস্য। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলেন তিনি। ওই সিরিজের সময়ই হাঁটুতে চোট পান এবাদত। সেটি বেশ গুরুতরই।
বিসিবি বিবৃতিতে জানিয়েছে, এবাদতের হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে। এতদিন ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন এবাদত। তবে তার উন্নতি প্রত্যাশা মতো না হওয়ায় ছিটকে গেছেন এশিয়া কাপের স্কোয়াড থেকে। এবাদতের বিকল্প হিসেবে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে বিসিবি। এর আগে এশিয়া কাপের স্ট্যান্ডবাইয়ের তালিকায়ও ছিলেন তিনি। এবারই প্রথম জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তানজিম সাকিব। তাকে নিয়ে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ৫ ক্রিকেটারের সুযোগ হলো এশিয়া কাপের স্কোয়াডে। এলএবাংলাটাইমস/আইটিএলএস