খেলাধুলা

স্বপ্নে বিশ্বকাপ ও এশিয়া কাপ: সাকিব

দম ফেলারও সময় নেই সাকিব আল হাসানের, আজ এখানে তো কাল অন্যকোনো জায়গায়। এই যেমন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলংকায় লংকা প্রিমিয়ার লিগ খেলতে যান তিনি। এরপর এবার দেশে ফিরে ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও দুই দিনের জন্য দুবাই সফরে গিয়েছেন তিনি।

গতকাল সোমবার দেশে ফিরলেও সাকিব এখনও জাতীয় দলের ক্যাম্পে যোগ দেননি। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে উড়ে গিয়েছিলেন বরিশালে। আর সেখানেই বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, তার স্বপ্নে এখন শুধুই এশিয়া কাপ ও বিশ্বকাপ। সাকিব বরিশাল জেলার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নেন। তবে সেখান থেকে দুপুরেই ফিরে আসেন ঢাকায়। সন্ধ্যায় একটি মোবাইল কোম্পানির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে তার। এলএবাংলাটাইমস/আইটিএলএস