ইনজুরিতে কারণে এশিয়া কাপের দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত। আর অসুস্থতার কারণে শেষ সময়ে ছিটকে গেছেন ব্যাটার লিটন দাস। তবে সেসব ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিতে চান অধিনায়ক সাকিব আল হাসান। অলরাউন্ড ক্রিকেট খেলে লঙ্কানদের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে টাইগাররা। তার আগে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে আসেন সাকিব। নিজদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘আসলে আমি একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রতিটি বিভাগেই ভালো খেলি সেটা পেস বোলিং আক্রমণ হতে পারে, স্পিনার, ব্যাটার কিংবা ফিল্ডারও হতে পারে।’
লঙ্কানদের বিপক্ষে অলরাউন্ড ক্রিকেট খেলার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘চারটা জায়গাতে যদি আমরা ভালো খেলি, তাহলে আমাদের ভালোভাবে জেতার সম্ভাবনা বেশি থাকবে। আমরা সেটাই করার চেষ্টা করব, অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। এমনটা না যে শুধু পেস বোলাররা আমাদের জিতিয়ে দেবে কিংবা শুধু ব্যাটাররা জিতিয়ে দেবে এটা নয়। আমরা চাই সবদিক থেকে ওদের চেয়ে ভালো খেলে জিতব।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস