পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য চারজন বাংলাদেশি ক্রিকেটের নাম
চূড়ান্ত হয়েছিল। তারা হলেন, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান,
তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। এদের মধ্যে মুস্তাফিজুরের খেলা আগেই
অনিশ্চিত হয়ে গিয়েছিল। এবার সাকিব ও তামিমের পিএসএলে খেলা অনিশ্চিত।
শনিবার একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কোন সিনিয়র খেলোয়াড়কে পিএসএলে
খেলার অনাপত্তিপত্র দেবে না বিসিবি। কিছুদিন আগে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে
বাংলাদেশ থেকে পাকিস্তানি এক কূটনৈতিক কর্মকর্তাকে প্রত্যাহার করতে বলা
হয়। এরপর কোন কারণ ছাড়াই পাকিস্তান প্রত্যাহার করে নিতে বলে বাংলাদেশের এক
সিনিয়র কূটনীতিককে।
বিষয়টা শুধুই ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে না। কারণ হিসেবে
ধারণা করা হচ্ছে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণেই এমন
সিদ্ধান্ত। এর আগে আবশ্য, পিএসএলে খেলার জন্য ক্রিকেটাররা অনুমতি পাবেন বলে
জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক নাঈমুর
রহমান দুর্জয়।
কিন্তু, হঠাৎ করেই যেন দৃশ্যপট পাল্টে গেল!