চলমান এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ফাইনাল খেলার লক্ষ্য থাকলেও এক ম্যাচ বাকী থাকতেই এশিয়া কাপ শেষ টাইগারদের। সুপার ফোরের শেষ ম্যাচের আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাকিব বলেন, ‘সব দায়িত্ব আমার একার না। সবারই কিছু দায়িত্ব আছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের দায়টা সবার ওপরই দিয়েছেন সাকিব। সেইসঙ্গে জানিয়েছেন ভারতের বিপক্ষে নিজেদের সম্ভাবনার কথাও। তিনি বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার একার না। সবার কিছু দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদাভাবে যদি সবাই নিজ জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে। সুপার ফোরের শেষ ম্যাচে পিচ কেমন থাকবে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আসলে পিচের ওপর সবকিছু নির্ভর করছে। যদি ভালো উইকেট হয় তাহলে তেমন কিছু নাও হতে পারে। আবার স্পিনিং উইকেট হলেও হতে পারে। আমাদের মুক্ত চিন্তা নিয়ে যেতে হবে। আসলে ভালোভাবে বোঝা যাবে খেলা শুরুর পরে। এর আগে শুধু ধারণাই করা যাবে। তবে কম্বিনেশনে স্পিন থাকবে। কারণ শেষ ৩-৪ ম্যাচে স্পিনাররা সুযোগ পাচ্ছে এখানে। এলএবাংলাটাইমস/আইটিএলএস
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের দায়টা সবার ওপরই দিয়েছেন সাকিব। সেইসঙ্গে জানিয়েছেন ভারতের বিপক্ষে নিজেদের সম্ভাবনার কথাও। তিনি বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার একার না। সবার কিছু দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদাভাবে যদি সবাই নিজ জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে। সুপার ফোরের শেষ ম্যাচে পিচ কেমন থাকবে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আসলে পিচের ওপর সবকিছু নির্ভর করছে। যদি ভালো উইকেট হয় তাহলে তেমন কিছু নাও হতে পারে। আবার স্পিনিং উইকেট হলেও হতে পারে। আমাদের মুক্ত চিন্তা নিয়ে যেতে হবে। আসলে ভালোভাবে বোঝা যাবে খেলা শুরুর পরে। এর আগে শুধু ধারণাই করা যাবে। তবে কম্বিনেশনে স্পিন থাকবে। কারণ শেষ ৩-৪ ম্যাচে স্পিনাররা সুযোগ পাচ্ছে এখানে। এলএবাংলাটাইমস/আইটিএলএস