খেলাধুলা

জয় দিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে গুঁড়িয়ে নিউজিল্যান্ড যেন জানিয়ে দিল ২০২৩ বিশ্বকাপে তাদের আগমনী বার্তা। কনওয়ে অপরাজিত ছিলেন ১২১ বলে ১৫২ রানে। রাচিন ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ৯৬ বলে। ইনজুরির কারণে এই ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার জায়গায় ব্যাটিংয়ে নেমে সেই অভাব বুঝতেই দেননি রাচিন। ম্যাচসেরা হয়ে ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, মাঝেমধ্যে অবিশ্বাস্য লাগে, তবে দুর্দান্ত একটি দিন কাটিয়ে অসাধারণ লাগছে। বোলাররা ভালো বোলিং করেছে এবং সৌভাগ্যবশত আমি উইকেটে গিয়ে ডেভনকে পেয়েছি।

তিনি বলেন, ডেভনের সঙ্গে অনেক সময় কেটেছে আমার এবং আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু। সে-ই আমাকে বলে কীভাবে কী করতে হবে। তাই উইকেটে ঠান্ডা মাথায় ব্যাট করছিলাম। চার-পাঁচ বছর আগে থেকেই আমরা সবাই জানতাম ডেভন কেমন খেলোয়াড় হতে যাচ্ছে। কিছুটা সুইং থাকলেও উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল, প্রস্তুতি ম্যাচের মতো। এলএবাংলাটাইমস/আইটিএলএস