খেলাধুলা

এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের

এবারের বিশ্বকাপে প্রথম চার ম্যাচে তিন হার, তিনটাই আবার বড় ব্যবধানে। চার ম্যাচ খেলে তিনশ ছোঁয়া তো বহুদূর, এখনও কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। তারপরও হতাশ নন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হোন। মন ভরে হতাশ হন। কোনো সমস্যা নেই।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সোমবার (২৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, এখনও সম্ভাবনা আছে (সেমিফাইনাল খেলার) আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। এমন অবস্থানে দলকে উজ্জীবিত করার কাজটিও সহজ হওয়ার কথা নয়। তবে সাকিব বলছেন, সেটির দরকারও নেই। মনে হয় না, বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে অনুপ্রাণিত করার দরকার আছে। সবারই নিজস্ব অনুপ্রেরণা আছে। যার যার জায়গা থেকে ভালো করছে। সমন্বিতভাবে ভালো করতে পারিনি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স কয়েকজন ভালোই করেছে। এগুলো আরেকটু ভালো হলে সমন্বিতভাবে আরও ভালো করতে পারতাম। আগামীকালে ম্যাচের জন্য দোয়া চেয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, বড় কোনো রান হচ্ছে না। বড় কোনো রান হলে ভালো হতো। আমরাও চেষ্টা করছি বড় রানের জন্য। দোয়া করবেন যেন বড় রান করতে পারি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস