খেলাধুলা

মাঠে ফেরার পথে নয়ার

স্কিইং করতে গিয়ে পা ভেঙেছিল মানুয়েল নয়ারের। পুরোপুরি সেরে ওঠার পর গত মাসে তিনি ফেরেন অনুশীলনে। এখন ম্যাচ খেলার অপেক্ষায় এই অভিজ্ঞ গোলরক্ষক। বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলও দিলেন ইতিবাচক ইঙ্গিত। বুন্ডেসলিগায় শনিবার ডার্মস্টাডের মুখোমুখি হবে বায়ার্ন। এ ম্যাচ দিয়ে প্রায় ১০ মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলের সবুজে ফিরতে পারেন নয়ার। ৩৭ বছর বয়সী এই গোলরক্ষককে খেলানোর ব্যাপারে অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি টুখেল। শুক্রবার (২৭ অক্টোবর) তিনি জানান, সব দেখেশুনে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। টুখেল বলেন, যদি অনুশীলনে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নয়ার খেলবে। সে খেলার জন্য উন্মুখ হয়ে আছে এবং আমরাও তাই। আমি নিশ্চিত, আরও অনেকে নয়ারের ফেরা নিয়ে রোমঞ্চিত।

বায়ার্নের হয়ে সবশেষ গত ১২ নভেম্বরে শালকের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন নয়ার। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি সবশেষ ম্যাচ খেলেন গত বছরের ১ ডিসেম্বর, বিশ্বকাপে জার্মানির হয়ে। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানরা। এরপর ছুটি কাটানোর সময় স্কিইং করতে গিয়ে নয়ারের পা ভেঙে যায়, করাতে হয় অস্ত্রোপচার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস