খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে বাংলাদেশের পরাজয়

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৩১ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ। টানা দুই ম্যাচ জয়ের পর আজ সিরিজ নিশ্চিত করতে মাঠে নেমেছিল টাইগার বাহিনী। কিন্তু মুশফিক ও মুস্তাফিজ ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় সুযোগ হয় চার নতুন মুখের। জিম্বাবুয়ে দল এই সুযোগ কাজে লাগিয়েছে শতভাগ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ওপেনিংয়ে ব্যাটিং নেমে ভালো করতে পারেননি তামিমের বদলে টি২০ দলে ফেরা ইমরুল কায়েস। প্রথম ওভারেই ক্যাচ আউট হন তিনি। তারপর সৌম্য ও সাব্বিরের মারমুখী ব্যাটিংয়ে ভালই জবাব দিচ্ছিল টাইগাররা। ৫০ রানে সৌম্য সরকার ১৬ রান নিয়ে আউট হলেও রানের চাঁকা সচল রাখেন সাব্বির। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

অভিষিক্ত মোসাদ্দেক ১৫, সাকিব ৩ এবং মাহমুদুল্লাহ ৬ রানে আউট হলে জয়ের আশা একরকম শেষ হয়ে যায়। পরে মুক্তার আলী ১৯ ও নুরুল হাসান ৩০ রান করলেও ২০ ওভার পুরো ব্যাটিং করে জয় থেকে ৩১ রান দূরে থামে বাংলাদেশের ইনিংস। সফরকারী দলের হয়ে গ্রায়েম ক্রিমার ১৮ রানে নেন ৩ উইকেট। অসাধারণ ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অফ দি ম্যাচ নির্বাচিত হন মেলকম ওয়ালার।

এদিকে টসে জিতে শুরু থেকেই ব্যাটিংয়ে তান্ডব চালায় সফরকারী জিম্বাবুয়ে দল। ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৭ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মেলকম ওয়ালার। তিনি ২৩ বলের নান্দনিক ঝড়ো ব্যাটিংয়ে ৪৯ রান সংগ্রহ করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ভুসি সিবান্দা। তিনি করেন ৩৩ বলে ৪৪ রান। বোলিংয়ে সাকিব নেন ৩২ রানে ৩ উইকেট। অভিষিক্ত আবু হায়দার রনি নেন ২ উইকেট।

সিরিজের চতুর্থ ম্যাচ ২২ জানুয়ারি একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।