তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই টাইগারদের নজর ছিল জয়ে, যা করে দেখিয়েছে শান্ত বাহিনী। পুরো দলগত পারফরম্যান্সে দাপট দেখিয়েই প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। আর তাতেই কিউইদের মাটিতে হয়ে গেছে নতুন ইতিহাস। শুধু তাই নয়, কিউইদের মাটিতে কুড়ি ফরম্যাটে দীর্ঘদিনের হারের বৃত্ত ভেঙেছে টাইগাররা। আর এই ম্যাচ শেষেই টাইগার তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, কিউইদের ব্যাটিংয়ের পরেই জয়ের পথ দেখেছেন তারা। এরপর বাকিটা তো ব্যাটাররাই করে দেখিয়েছেন।
গতকাল নেপিয়ারে নিউজিল্যান্ডকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে নিউজিল্যান্ড, সফরকারীরা এই রান তাড়া করে ৮ বল হাতে রেখে। এবারই প্রথম এই ফরম্যাটে কিউইদের মাটিতে হারালো তারা। ম্যাচ শেষে ব্রডকাস্টার টিভি চ্যানেলের মুখোমুখি হয়ে শান্ত জানান তার এই ইতিহাস গড়ার পর অনুভূতি। বলেন, ‘অনেক খুশি। অনেক বেশি গর্বিত এই জয়ে। দারুণ অনুভূতি।’
এর আগে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। এদিন টস জিতেই আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শান্ত। এরপর শান্তর সিদ্ধান্ত যে যথার্থ, তা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েন টাইগার বোলাররা। শুরুতে শেখ মাহাদী ও শরিফুল ইসলামের বোলিং তোপে স্কোর বোর্ডে ৫০ জমা করতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ পর্যন্ত তারা ১৩৪ রান করে থামে। জয়ের ভিত গড়ে দিয়েছেন মূলত বোলাররাই। সর্বোচ্চ ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান-মুস্তাফিজুর রহমান। তাই ম্যাচ শেষেও বোলারদের কৃতিত্ব দেন অধিনায়ক। বলেন, ‘বোলিং পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, তারা দ্রুত শিখেছে। নতুন বলে শরিফুল, সাকিব (তানজীম) খুব ভালো বোলিং করেছে। শেখ মেহেদীর পারফরম্যান্সে মুগ্ধ। এই কন্ডিশনে সে খুব ভালো বোলিং করেছে।’
এরপর ব্যাটারদের নিয়ে শান্ত বলেন, ‘শেষ দিকে কিছুটা চাপ ক্রিকেটের সৌন্দর্য। আমার মতে, এ ধরনের দলের বিপক্ষে এমন কন্ডিশনে এটি সব সময়ই চ্যালেঞ্জিং। তবে তাদের (১৩৪ রানে) আটকে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং ছেলেরা তা করে দেখিয়েছে।’
এদিকে প্রথম ম্যাচ জেতার পর এবার সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। চলতি বছর এই সিরিজের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনটি সিরিজ খেলে সবকটিই জিতেছে বাংলাদেশ। তার মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন ও আফগানিস্তানকে করে হোয়াইটওয়াশও। তাই বলা যায়, সেই সাফল্য এই সিরিজেও টানতে চাইবে বাংলাদেশ। সিরিজের আগামী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ে, যেখানে গেল বছর প্রথম বারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট ফরম্যাটে জয় পেয়েছিল টাইগাররা। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘নেপিয়ারের আত্মবিশ্বাস, মাউন্ট মঙ্গানুইয়ে কাজে দেবে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা এখন খুবই আত্মবিশ্বাসী। তবে আমাদের এখন পরের ম্যাচের জন্য পরিকল্পনা করতে হবে এবং আশা করব সবাই নিজেদের কাজটা করবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস