ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ একাধিকবার পেয়েছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে একবারও খেলতে পারেননি এই টাইগার পেসার। বোর্ডের আপত্তিতে এবারও আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নেন তাসকিন।
এবারের আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস দলে ভেড়াতে চেয়েছিল বলে জানিয়েছেন তাসকিন। তবে শেষ পর্যন্ত বিসিবির আপত্তিতে কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি।
আইপিএলে খেলতে না পারায় হতাশা প্রকাশ করে তাসকিন বলেন, 'এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস