খেলাধুলা

দেশে ফিরেছে টাইগাররা

নিউজিল্যান্ড সফরে গিয়ে বারবার ব্যর্থ হয়ে ফেরা, সফলতার খোঁজে মরিয়া হয়ে থাকা বাংলাদেশ এবার হারের বৃত্ত ভেঙেছে। এতেই ক্ষান্ত হয়নি, স্বাগতিকদের বুকে ভয় ধরিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করেছে। সবকিছু মিলিয়ে দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, সেরা ওপেনার তামিম ইকবাল, অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়া বিশ্বকাপে ভরাডুবির পর এমন ভয়ডরহীন খেলার পর সফলতায় গোটা দেশে প্রশংসায় ভাসছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।   এমন পরিবেশেই গত পরশু, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন রাতে দেশে ফিরেছে টাইগাররা। দেশে ফিরেই বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ক্রিকেটার হিসেবে কিউদের মাটিতে সিরিজ-সেরার খেতাব অর্জন করা শরীফুল ইসলাম। এ সময় সিরিজ জয়ের হাতছানি থাকার পরও সমতায় শেষ করায় খানিকটা আফসোস প্রকাশ করেন টাইগার এই পেসার। এবারের নিউজিল্যান্ড সফরে তাসকিন আহমেদ, এবাদত ইসলাম দলে ছিলেন না। অভিজ্ঞ পেসার বলতে ছিলেন শুধু মোস্তাফিজুর রহমান। তবে তাকে ছাঁপিয়ে পুরো আলো নিজের দিকে কেড়ে নেন তরুণ পেসার শরীফুল ইসলাম। তিনি প্রথমে ওয়ানডে সিরিজের ৩ ম্যাচে ওভারপ্রতি ৪.৫০ গড়ে রান দিয়ে ৬ উইকেট নেন। এরপর টি-টোয়েন্টিতেও ৩ ম্যাচে পান ৬ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলেছেন নিয়মিত। নিজের পারফরম্যান্সে খুশি হলেও শরিফুলের আফসোস আছে সিরিজ জিততে না পারার। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে, আমাদের পক্ষে ছিল।’ প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যে যার মতো এখন থেকে যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’ এমন দারুণ একটি সিরিজ পরবর্তী সিরিজগুলোতে পারফর্ম করতে সহায়তা করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই। আলহামদুলিল্লাহ, শেষ কয়েকটি ম্যাচ ধরে আমি ভালো খেলছি। তো এটা আমাকে বুস্টআপ করবে বিপিএলে ভালো খেলার জন্য। এছাড়া আমি চেষ্টা করব ভালো খেলার জন্য।’ এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শরীফুলকে প্রশংসায় ভাসান টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সে সময় শরীফুলকে দলের সেরা পেসার হিসেবেও উল্লেখ করেন কোচ। এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘খুব ভালো লাগছে। প্রতিটা খেলোয়াড়ই চায় সেরা হতে। যে পর্যায়ে আছি, আমি যদি ধরে রাখি, এরপর তাসকিন ভাই এলে দলটা আরও গোছানো হবে। আমরা আরও সেরাটা দিতে পারব।’ শুধু সতীর্থ, কোচ কিংবা সমর্থকদের নয়, প্রশংসা পেয়েছেন স্বাগতিকদের কাছ থেকেও। এ নিয়ে তিনি বলেন, ‘তারা খুব ভালো, সবাই আমাকে বলছিল এটা চালিয়ে যাও।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস