খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যে সমীকরণের সামনে বাংলাদেশী যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪৮ বল হাতে রেখে জয় পায় টাইগার যুবারা। নেপালের বিপক্ষে এমন দাপুটে জয়ের পর বাংলাদেশের নেট রানরেট হয়েছে ০.৩৪৮। তবে শেষ চারে খেলতে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুধুমাত্র জয় নয়, নানা সমীকরণও মিলাতে হবে আরিফুল-রাব্বিদের।   বর্তমানে ১.০৬৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পাকিস্তান। রানেরেটে এগিয়ে থাকায় পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। যেন পাকিস্তানের রানরেট নেমে আসে বাংলাদেশের নিচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ বা তার কম রান করলে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে জিততে হবে যুবাদের। অর্থাৎ, বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ রান করলে পাকিস্তানকে ২০০ রানের আগে আটকে রাখতে হবে। সেক্ষেত্রে ০.০০১ বেশি থাকবে বাংলাদেশের রানরেট। তবে বাংলাদেশের ২৫০ পার হয়ে গেলে ব্যবধান রাখতে হবে কমপক্ষে ৫১ রান। অন্যদিকে, পাকিস্তান যদি আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে। ৩০০ রান টার্গেট থাকলে ৩৯.৩ ওভার পর্যন্ত খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভার সময় পাবে বাংলাদেশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস