খেলাধুলা

টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে সাকিব

ক্রিকেট মাঠে ব্যাট হাতে চিরচেনা ফর্মে ফিরছেন সাকিব আল হাসান। চোখের সমস্যার কারণে চলমান বিপিএলের শুরুতে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ধীরে ব্যাট হাতে ছন্দে ফিরছেন সাকিব। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে মাইলফলক স্পর্শ করেছেন তিনি।   শনিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে করেছেন ১৬ বলে ২৭ রান করেছেন সাকিব। এই ২৭ রানের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই ক্লাবে আগেই প্রবেশ করেছিলেন তামিম ইকবাল। আর এই ৭ হাজার রান করার মধ্যে দিয়ে সাকিব গড়েছেন আরও এক রেকর্ড। টি-টোয়েন্টির স্বীকৃত ম্যাচে ৭ হাজার রান এবং ৪০০ উইকেট সংগ্রাহকের তালিকায় প্রবেশ করেছেন সাকিব। এর আগে এই ক্লাবে একমাত্র ক্রিকেটার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস