খেলাধুলা

সাকিব-তামিমের সেই উদযাপনকে ইতিবাচক বলে মন্তব্য বিসিবির

সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব সাবারই জানা। তাদের তিক্ত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে চলমান বিপিএলে। রংপুর-বরিশাল ম্যাচে তামিমকে আউট করে মুষ্টিবদ্ধ উদযাপন করেন সাকিব। পরে আবার সাকিব আউট হলে ‘ব্যাঙ্গাত্মক উদযাপন’ করেন তামিম। যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।   অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের এমন কাণ্ড নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, 'এটা তো আপনারা বেশি উপভোগ করেন। আপনারা তো চান এরকম রোমাঞ্চকর কিছু হোক, ভালোই লেগেছে। এটা ইতিবাচক।' বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

এলএবাংলাটাইমস/আইটিএলএস