খেলাধুলা

চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন টুখেল

চলতি মৌসুমটা হয়তো ভুলে যেতে চাইবে জার্মান ক্লাব বার্য়ান মিউনিখ। কেননা একের পর এক ব্যর্থতায় তাদের লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা পড়েছে হুমকিতে। পাশাপাশি ইউরোপের ক্লাব ফুটবলে সর্বোচ্চ মর্যাদার লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থায় নেই তারা। আর দলের এমন অবস্থার কারণ হিসেবে দেখা হচ্ছে চলতি মৌসুমে চেলসি ছেড়ে বায়ার্নের কোচ হিসেবে যোগ দেওয়া টমাস টুখেলকে। তাই চুক্তি শেষ হওয়ার আগেই এই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে জার্মানির এই সফলতম ক্লাবটি।   চুক্তি অনুসারে ২০২৫ সালের ৩০ জুন অবধি বায়ার্নের কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল টুখেলের। তবে এক বছর আগেই ‘পারস্পরিক সমঝোতায়’ তা শেষ হয়ে চলতি মৌসুম শেষেই ক্লাবটি ছাড়ছেন টুখেল।

এই বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষ। বিবৃতিতে ক্লাবটির সিইও ইয়ান ক্রিস্টিয়ান ড্রেজেন জানান, ‘(টুখেল অধ্যায় শেষের আগ পর্যন্ত) ক্লাবের সবাই এখনো চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্ডেসলিগায় সর্বোচ্চ সাফল্য অর্জনে বদ্ধপরিকর। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে, লাজিওর বিপক্ষে (প্রথম লেগে) হারের পরও আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা সমর্থকদের সঙ্গে নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে পারব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস