খেলাধুলা

দ্বিতীয় দিন শেষে পিছিয়ে স্বাগতিকরা

প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৮০ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি বোলাররা। তবু সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে পিছিয়ে স্বাগতিকরা। এই পিছিয়ে থাকার কারণ বাংলাদেশের ব্যাটিং। প্রথম ইনিংসে ১৮৮ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। যার মধ্যে আবার ইনিংস সর্বোচ্চ ৪৭ রান আসে স্বীকৃত বোলার হিসেবে খেলা তাইজুল ইসলামের ব্যাট থেকে।
আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যাটারদের নিয়ে নিজেই প্রশ্ন তুললেন বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প, ‘শ্রীলঙ্কার পেসাররা আজ দারুণ বল করেছে। ভালো লেন্থে বল করেছে। আমার মনে হয় ব্যাটাররা ক্রিজে আটকে থাকার জন্য দুশ্চিন্তায় ছিল। আমরা এটা নিয়ে আজ কথা বলব। ওদের বোলারের সাথে কিভাবে মানিয়ে নিতে হবে সেটা নিয়ে কথা বলতে হবে।

এই মানিয়ে নেওয়ার অর্থ, কোন বল ছাড়তে হবে আর কোন বলকে মারতে হবে সেটাই যেন বুঝতে পারবেন না বাংলাদেশি ব্যাটাররা। এমন আভাসই পাওয়ে গেল হেম্পের কণ্ঠে, ‘আমরা রান করতে চাচ্ছি, তবে ক্রিজে একটু বেশি থমকে যেতে হচ্ছে। আবার এমন অনেক বল খেলছে যেগুলো ডিফেন্ড করা উচিত।’

একই সঙ্গে চোটের কারণে ছিটকে যাওয়া দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকের শূন্যতাও অনূভব করলেন হেম্প, ‘অভিজ্ঞ কেউ না থাকা যেকোনো দলের জন্যই ক্ষতি। এই সিনিয়র ক্রিকেটাররা না থাকলে কী হবে সেটাও ভাবতে হবে। একসময় না একসময় তো এটা হবেই। তাই মুশফিকের মতো কারো অনুপস্থিতি অবশ্যই হতাশার। ’ যদিও মুশফিকের জায়গায় যিনি খেলছেন তাঁর জন্য সুযোগ দেখছেন তিনি, ‘মুশফিকের জায়গায় যে খেলছে, তার জন্য এটা ভালো সুযোগ। এই ইনিংসে দিপুর ফুট মুভমেন্ট ভালো ছিল। অ্যাটাকিং কিংবা ডিফেন্ডিং, মুভমেন্ট ভালো ছিল। এটা ভালো লক্ষণ।  এলএবাংলাটাইমস/আইটিএলএস