খেলাধুলা

দুর্দান্ত একটি মৌসুম পার করছে বায়ার লেভারকুসেন

দুর্দান্ত একটি মৌসুম পার করছে বায়ার লেভারকুসেন। মাঠের ফুটবলে অসাধারণ নৈপুণ্য দেখানোর সঙ্গে গড়ছে নতুন নতুন সব কীর্তি। এবার আরেকটি কীর্তি ছুয়ে এককভাবে তা দখলের অপেক্ষায় জার্মান ক্লাবটি।   ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে এতদিন এক মৌসুমে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এককভাবে দখল করে ছিল জুভেন্টাস।
সেই রেকর্ডেই ভাগ বসিয়েছে লেভারকুসেন। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে ওয়েস্ট হামকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে ৪২ ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য যাত্রা অব্যাহত রেখেছে জাবি আলোনসোর দল। ২০১২-১৩ মৌসুমে ৪২ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছিল জুভেন্টাস। এর আগে গত সপ্তাহে বার্লিনের বিপক্ষে ম্যাচ জিতে বুন্দেসলিগায় টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে বায়ার্ন মিউনিখের রেকর্ড ছুয়ে ফেলে লেভারকুসেন।
আসছে রবিবার ভার্ডার ব্রেমেনের বিপক্ষে হার এড়ালেই এই দুটি রেকর্ড নিজেদের করে নিবে আলোনসোর দল। আর ম্যাচ জিতলেই প্রথমবার বুন্দেসলিগা শিরোপাও ঘরে তুলবে দলটি। গত এগারো মৌসুম ধরে জার্মান ফুটবলে রাজত্ব করা বায়ার্ন এবার পেরে ওঠেনি লেভারকুসেনের সঙ্গে। ছয় রাউন্ড বাকি থাকতেই ১৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে বাভারিয়ানরা।
শিরোপা জিততে লেভারকুসেনের দরকার মাত্র একটি জয়। এলএবাংলাটাইমস/আইটিএলএস