খেলাধুলা

বার্সাকে হতাশ করে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পা রেখেছে এমবাপ্পের দল

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছিল পিএসজি। এরপর দ্বিতীয় লেগে শুরুতেই পিছিয়ে পড়ে প্যারিসের জায়ান্টরা। তবে পিএসজির গতিশীল ফুটবলের সঙ্গে পেরে ওঠেনি কাতালানরা। দুর্দান্ত এক জয়ে বার্সাকে হতাশ করে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পা রেখেছে এমবাপ্পের দল। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে পা রাখে লুইস এনরিকের দল।  
ম্যাচের ১২ মিনিটেই বার্সাকে লিড এনে দেন প্রথম লেগে জোড়া গোল করা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। এরপর ম্যাচের আধা ঘণ্টার আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। প্রথমার্ধেই পিএসজিকে সমতায় ফেরান উসমান ডেম্বেলে।  
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে পিএসজিকে লিড এনে দেন ভিতিনিয়া। এরপর ম্যাজিক দেখান কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬০ ও ৮৯ মিনিটে জোড়া গোল করে বার্সাকে উড়িয়ে দেন এই ফরাসি স্ট্রাইকার। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা। এলএবাংলাটাইমস/আইটিএলএস