খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স

আইপিএলের ১৭তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। তবে ৭ ওভারের মধ্যেই ৪ ইউকেট হারিয়ে কিছুটা চাপে হায়দরাবাদ। ৭ ওভারে মাত্র ৪৭ রান তুলতে সক্ষম হয় দলটি।  
কলকাতা নাইট রাইডার্স তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। অবশ্য হায়দরাবাদ নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। শাহবাজ খানের পরিবর্তে একাদশে আছেন আব্দুস সামাদ।
এবারের আইপিএলে ফাইনালের আগে দুবার মুখোমুখি হয়েছিল কলকাতা ও হায়দরাবাদ। লিগ পর্বে একবার, আরেকবার এক নম্বর কোয়ালিফায়ারে। দুবারই জিতেছিল কলকাতা। কলকাতা এর আগে আইপিএল শিরোপা জিতেছে দুবার (২০১২ ও ২০১৪)। সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল শিরোপা জিতেছে ২০১৬ সালে।   সানরাইজার্স হায়দরাবাদ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীথিশ কুমার রেডি, হেনরি ক্লাসেন, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট ও টি নটরাজন।  কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।       এলএবাংলাটাইমস/আইটিএলএস