কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় ৭টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না সেলেসাওরা। কার্ড সমস্যায় খেলতে পারবেন না এই রিয়াল মাদ্রিদ তারক। ভিনির জায়গায় কে খেলবেন তা নিয়ে চলছে আলোচনা।
উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুসের জায়গায় তরুণ তুর্কী এন্ডিককে খেলানোর আভাস দিয়েছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। তিনি বলেন, ‘আমি আশা করি আমরা গোল করার পথ খুঁজে পাব। পুরো দলের নিবেদনে আক্রমণভাগের খেলোয়াড়রা সেই সুযোগটি পান এবং তাদের ভালোভাবে ফিনিশিং দিতে হবে। এভাবে প্রতিপক্ষের সীমানায় ক্রমাগত আক্রমণ ছাড়া ভিন্ন কোনো উপায় নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে (ভিনিসিয়ুস) হারিয়েছি, তবে আরেকজন তরুণ তারকাকে সুযোগ দেওয়ারও সুযোগ এসে গেছে। কে জানে, সেটি এন্ড্রিকের মুহূর্ত হতে যাচ্ছে! এন্ড্রিক বিশেষভাবে নম্বর নাইন পজিশন নেয়নি, সে জায়গাতেই মূলত সে খেলতে পছন্দ করে। সে এমন একজন খেলোয়াড় যার জায়গাটা ভাসমান এবং তিনি সবদিকে গতি ধরে রেখে খেলে থাকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস