প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকে সিন নদীতে সাঁতরে দুই তারকা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। তারা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এই খবর প্রকাশের পরে সিন নদীতে বসতে চলা কয়েকটি ইভেন্ট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পর্তুগালের অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে যে, তাদের দুই অ্যাথলেট সিন নদীর দূষিত পানির কারণে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণে ভুগছে। ১০ কিলোমিটার ম্যারাথন এবং ট্রায়াথলন ইভেন্টে অংশ নিয়েছিলেন তারা। ইভেন্ট শেষে ভাস্কো ভিলাকা ও মেলানি সান্তোস নামের ঐ দুই তারকাসহ আরও কয়েক জনকে বমি করতে দেখা গেছে। এর মধ্যে পর্তুগালের এই দুই জন অসুস্থ হয়ে পড়েন।
এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এই সিন নদীতে। এরপরে দূষণের কারণে ফ্রান্সের এই নদীতে অলিম্পিকের ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করা হয়। অবশ্য প্যারিসের মেয়র নিজেই পানিতে নেমে প্রমাণ করার চেষ্টা করেছিলেন সেটি দূষিত নয়। কিন্তু এবার দুই অ্যাথলেটের সংক্রমণের কারণে সেটি ভুল প্রমাণিত হলো।
জানা গেছে, এর আগে সিন নদীর পানি থেকে নেওয়া চারটি নমুনার একটিতে মানুষের মলমূত্রে উপস্থিত ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা গিয়েছিল। এর আগে ১৯২৩ সালে নদীটিতে সাঁতার কাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। নদীর পানিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকার কারণে সেই নির্দেশনা দেওয়া হয়েছিল। শত বছর পরে এসেও নদীর পানি দূষণমুক্ত করা সম্ভব হয়নি।
এলএবাংলাটাইমস/এজেড