ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম টেস্টে টাইগারদের কাছে ১০ উইকেটে হেরেছে স্বাগতিকরা। ঘুরে দাঁড়ানোর লক্ষে শুক্রবার (৩০ আগস্ট) দ্বিতীয় টেস্টে পাকিস্তান।
দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে পাকিস্তান। ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ছিলেন না কোনো বিশেষজ্ঞ স্পিনার। এবার দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন স্পিনার আবরার আহমেদ। দ্বিতীয় টেস্টের দলে নেই পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম টেস্ট চলাকালেই সন্তানের বাবা হয়েছিলেন তিনি। তাকে বাদ দিয়েই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান।
দ্বিতীয় টেস্টের পাকিস্তানের স্কোয়াড: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ ও মীর হামজা। এলএবাংলাটাইমস/আইটিএলএস
দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে পাকিস্তান। ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ছিলেন না কোনো বিশেষজ্ঞ স্পিনার। এবার দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন স্পিনার আবরার আহমেদ। দ্বিতীয় টেস্টের দলে নেই পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম টেস্ট চলাকালেই সন্তানের বাবা হয়েছিলেন তিনি। তাকে বাদ দিয়েই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান।
দ্বিতীয় টেস্টের পাকিস্তানের স্কোয়াড: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ ও মীর হামজা। এলএবাংলাটাইমস/আইটিএলএস