ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন লিটন দাস। তবে শেষ পর্যন্ত নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। রোববার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ হতে অধিনায়কের নাম প্রকাশ করা হয়। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন পেরেরা।
ঢাকা বেশ ভারসাম্যপূর্ণ দল উল্লেখ করে পেরেরা বলেন, 'আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। দলে লোকাল তারকারা আছে। টিম মিটিং শেষ হলো এখন। আমরা সবাই প্রস্তুত। গত কদিন ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি ভালো চ্যালেঞ্জে ফেলতে পারব অন্য দলগুলোকে। অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়নি। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র কে জুনিয়র এসব নিয়ে আমরা ভাবি না।'
লিটনকে নিয়ে ঢাকার অধিনায়ক বলেন, 'লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। তবে আমাদের ব্যর্থতাও মেনে নিতে হবে। আমি বলতেই পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের এঙ্করিং রোলে থাকবে।' এছাড়া লোকাল ক্রিকেটারদের নিয়ে পেরেরা বলেন, 'মোস্তাফিজ, লিটন আরও অনেকেই। লোকাল স্টার অনেকেই আছে। তারা সবখানেই ভালো খেলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেদের শতভাগ দেবে। দলে ভালো লোকাল প্লেয়ার থাকলে শিরোপা জয়ের লড়াই সহজ হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
ঢাকা বেশ ভারসাম্যপূর্ণ দল উল্লেখ করে পেরেরা বলেন, 'আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। দলে লোকাল তারকারা আছে। টিম মিটিং শেষ হলো এখন। আমরা সবাই প্রস্তুত। গত কদিন ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি ভালো চ্যালেঞ্জে ফেলতে পারব অন্য দলগুলোকে। অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়নি। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র কে জুনিয়র এসব নিয়ে আমরা ভাবি না।'
লিটনকে নিয়ে ঢাকার অধিনায়ক বলেন, 'লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। তবে আমাদের ব্যর্থতাও মেনে নিতে হবে। আমি বলতেই পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের এঙ্করিং রোলে থাকবে।' এছাড়া লোকাল ক্রিকেটারদের নিয়ে পেরেরা বলেন, 'মোস্তাফিজ, লিটন আরও অনেকেই। লোকাল স্টার অনেকেই আছে। তারা সবখানেই ভালো খেলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেদের শতভাগ দেবে। দলে ভালো লোকাল প্লেয়ার থাকলে শিরোপা জয়ের লড়াই সহজ হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস