খেলাধুলা

নকআউটে খেলার সম্ভাবনা দেখছেন না বললেন ডি ভিলিয়ার্স

বড় কোনো টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের পক্ষ থেকে বলা হতো, শিরোপা জয় করতে নয় বরং ভালো খেলার প্রত্যয় নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ দল। তবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির খেলতে দেশ ছাড়ার আগে দলের হেড কোচ ফিল সিমন্স ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এই টুর্নামেন্টে শুধু অংশগ্রহণ করতে নয়, বরং চ্যাম্পিয়নস হওয়ার জন্য যাচ্ছেন তারা। এর আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলেছিলেন টাইগাররা।

তবে শিরোপা জয় তো দূরের কথা, টুর্নামেন্টে নকআউট পর্বে খেলতে পারবে না বাংলাদেশ দল। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তবে বাংলাদেশ দলে একাধিক ভালো খেলোয়াড় আছে, যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে মনে করেন এই প্রোটিয়া। ডি ভিলিয়ার্স বলেন, 'সত্যি বলতে আমি মনে করি না বাংলাদেশ নকআউটে যাবে। আমার এই কথা বাংলাদেশি সমর্থকদের পছন্দ না-ও হতে পারে। তবে আমাকে সৎ থাকতে হবে।' এছাড়াও বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে ভালো করছেন বলেও জানান তিনি। বড় টুর্নামেন্টে চাপ বেশি থাকায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। তিনি বলেন, 'মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজের মতো অলরাউন্ডারদের নিয়ে তাদের একটি শক্তিশালী দল রয়েছে।'  
এলএবাংলাটাইমস/আইটিএলএস