খেলাধুলা

ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করল নামিবিয়া

দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া প্রতিবেশী দেশ। আফ্রিকার মহাদেশের সর্ব দক্ষিণের দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থান নামিবিয়ার। প্রতিবেশীদের মতো ঝলমলে না হলেও নামিবিয়ার ক্রিকেট ইতিহাসও ফেলনা নয়। দুই দেশের সামাজিক-সাংস্কৃতিক মিলও আছে অনেক। খেলোয়াড়দের নামের মিলও আছে বেশ। মাঝেমধ্যে তো দেশের নাম উল্লেখ না করলে বিভ্রান্তিতে পড়তে হয়। সর্বশেষ যেমন হচ্ছে ফাফ ডু প্লেসিকে নিয়ে। ফাফ ডু প্লেসি বলতে এত দিন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককেই জেনে এসেছেন যাঁরা, তাঁদের জন্য দুঃসংবাদ। এখন থেকে ফাফ ডু প্লেসি নামটা শুধুই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের নয়, নামিবিয়ারও। ফাফ ডু প্লেসি যে নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হয়েছেন! হেঁয়ালি নয়, যা পড়েছেন, ঠিকই পড়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব খেলতে নামিবিয়া যে দল ঘোষণা করেছে, সেই দলের অধিনায়কের নাম ফাফ ডু প্লেসি। মিল আছে আরও, দুই ফাফ ডু প্লেসিই ব্যাট করেন ডান হাতে, দুজনই লেগ ব্রেক বোলার। তবে ৪০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি মূলত ব্যাটসম্যান, কালেভদ্রে করেছেন বল। অন্যদিকে ১৭ বছর বয়সী ফাফ ডু প্লেসি মূলত বোলার, ব্যাট করেন লোয়ার অর্ডারে। জুনিয়র ফাফ ডু প্লেসির জন্য বড় চ্যালেঞ্জই হতে যাচ্ছে বাছাইপর্বটা। আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তবে স্বাগতিক হিসেবে জিম্বাবুয়ে সরাসরি সুযোগ পেলেও নামিবিয়াকে সে সুযোগ দেয়নি আইসিসিকে। যার অর্থ বাছাইপর্ব পেরোতে না পারলে দর্শক হিসেবেই ঘরের মাঠে অন্যদের খেলা দেখতে হবে ফাফ ডু প্লেসিদের।
সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস