খেলাধুলা

আইপিএলের তিন দলের সঙ্গে সাকিবের আলোচনা চলছে

সাকিব আল হাসানের সবচেয়ে বড় অস্ত্র তার বোলিং। কিন্তু বোলিং নিষেধাজ্ঞা কবলে পড়ার পর তিন দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করেছেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর থেকে সাবেক এই টাইগার অধিনায়ক মাঠে খেলায় ফিরবেন কবে সেটা নিয়ে চলছে আলোচনা।  তাদের সেসব প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে আইপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়, একটি-দুটি নয় বরং তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের কথা হচ্ছে। সেই দলগুলো হচ্ছে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়‍্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। মূলত দলগুলোর স্পিন শক্তি আরও বাড়াতে সাকিবকে দলে ভেড়াতে আলোচনা করা হচ্ছে। 
এর আগে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন সাকিব। যদিও গতকাল থেকে শুরু হয়েছে আইপিএলের ১৮তম আসর। যদিও সাকিবের খেলার বিষয়ে এখন পর্যন্ত কিছুই নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দলগুলোর কোনো বোলিং অলরাউন্ডার যদি ইনজুরিতে পড়েন কিংবা কোনো কারণে টুর্নামেন্ট না খেলেন তাহলে সাকিবের আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে।   এলএবাংলাটাইমস/আইটিএলএস