খেলাধুলা

টাইগার উডস নতুন সম্পর্কের ঘোষণা দিলেন

গলফ তারকা টাইগার উডস অবশেষে তাঁর নতুন প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন। রবিবার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানালেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। পোস্টের ক্যাপশনে উডস লেখেন, “ভালোবাসা বাতাসে ভাসছে, আর তোমাকে পাশে পেয়ে জীবন আরও সুন্দর!” তিনি আরও যোগ করেন, “আমরা একসঙ্গে জীবনের নতুন যাত্রার অপেক্ষায় আছি।” এছাড়া, তিনি অনুরাগীদের প্রতি অনুরোধ জানান, তাঁদের সম্পর্ককে ঘিরে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে। পরে ভেনেসা ট্রাম্পও ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করেন। সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়াচ্ছিল, আর সেই জল্পনার মধ্যেই উডস আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করলেন। এদিকে, ইভানকা ট্রাম্প এই পোস্টের মন্তব্যে লিখেছেন, “তোমাদের জন্য খুবই খুশি!” উল্লেখ্য, ভেনেসা ট্রাম্প ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে সংসার করেছেন, তাঁদের পাঁচটি সন্তান রয়েছে। অন্যদিকে, টাইগার উডস ২০০৪ সালে এলিন নর্ডেগ্রেনকে বিয়ে করেছিলেন, তবে ২০১০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে, কারণ উডস একাধিক পরকীয়ার কথা স্বীকার করেছিলেন। তাঁদের দুটি সন্তান রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম