কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক জঙ্গি হামলার নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছিলেন গৌতম গম্ভীর। এরপরই ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি পেলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও সাবেক তারকা ওপেনার।
‘আইসিস কাশ্মীর’ নামে একটি সশস্ত্র সংগঠন ইমেইলের মাধ্যমে এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। দুইবার ইমেইল পেয়েছেন গম্ভীর। বার্তা ছিল একটিই- ‘আই কিল ইউ’, অর্থাৎ ‘আমি তোমাকে হত্যা করব’।
গত বুধবার দুপুরে প্রথম ইমেইলটি পাওয়ার পর বিকেলেই আসে দ্বিতীয়টি। এই ঘটনায় গম্ভীর দ্রুতই দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সেন্ট্রাল দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ কেও জানান ঘটনার বিস্তারিত।
গম্ভীর পুলিশকে অনুরোধ করেছেন তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ইমেইল পাঠানো হয়েছে এবং কে বা কারা এর পেছনে আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গম্ভীর বর্তমানে ভারতের জাতীয় দলের কোচ হলেও তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন। বর্তমানে তিনি দলটির সক্রিয় সদস্য। পুলিশের ধারণা, এই রাজনৈতিক ভূমিকার কারণেই হিটলিস্টে থাকতে পারেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালেও গম্ভীর হত্যার হুমকি পেয়েছিলেন। তখনও থানায় অভিযোগ করেছিলেন তিনি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস