পাকিস্তান সুপার লিগের চলমান আসরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিব আল হাসানের। টুর্নামেন্টের মাঝপথে লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
কিন্তু আজ বৃহস্পতিবার জানা যায়, পাকিস্তানে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়েছেন সাকিব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরতে পারেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
উল্লেখ্য, পিএসএলের এবারের আসরে শুরু থেকেই লাহোর কালান্দার্সের দলে আছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। কিন্তু ১৭ মে থেকে শুরু হতে যাওয়া পুনরায় সূচিত ম্যাচগুলোতে রিশাদের খেলা এখনো অনিশ্চিত। একই সঙ্গে নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার দল ছেড়ে যেতে পারেন। এমন পরিস্থিতিতে সাকিবের জন্য জায়গা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পিএসএলে এই প্রথমবার খেলছেন না সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে টুর্নামেন্টে অভিষেক হয় তার। এরপর তিনি পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ১৮১ রান, গড় ১৬.৩৬ ও স্ট্রাইক রেট ১০৭.১৪। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮টি উইকেট, ইকোনোমি রেট ৭.৩৯।
বহুদিন পর আবারও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব—এ খবরে উচ্ছ্বসিত তার ভক্ত-সমর্থকরাও। এখন দেখার বিষয়, বিসিবি কত দ্রুত ছাড়পত্র প্রদান করে এবং লাহোর কালান্দার্স কবে আনুষ্ঠানিকভাবে তার অন্তর্ভুক্তির ঘোষণা দেয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস