খেলাধুলা

"নাহিদ-রিশাদের দুবাই বিমানবন্দরে আটক: ভিসা জটিলতায় আড়াই দিনের অপেক্ষা"

বাংলাদেশ দলের সঙ্গে নাহিদ রানা ও রিশাদ হোসেন দুবাই বিমানবন্দরে নেমেছিলেন বুধবার দুপুরে। এরপর অন্যরা বেরিয়ে গেলেও শুক্রবার রাত দুইটা পর্যন্ত সেখানেই আটকে ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। ইমিগ্রেশন জটিলতায় দুবাই বিমানবন্দরেই প্রায় তিন রাত কাটাতে হয়েছে নাহিদ-রিশাদকে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে পিএসএল স্থগিত হয়ে গেলে গত ১০ মে দুবাই হয়ে ঢাকায় ফিরেছিলেন নাহিদ ও রিশাদ। এর চার দিন পরই সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য বাংলাদেশ দলের প্রথম বহরের অংশ হয়ে আবার দুবাইয়ে পৌঁছান তাঁরা। কী কারণে দুই ক্রিকেটারকে দুবাই ইমিগ্রেশনে আটকে থাকতে হয়েছে, তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে পিএসএলে খেলে ফেরার পথে কোনো জটিলতার কারণে এমন হয়ে থাকতে পারে বলে ধারণা বিসিবির।
আটকে পড়ার পর আমিরাত ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাই কমিশনের প্রচেষ্টায় নাহিদ-রিশাদকে বিমানবন্দর বের করতে বেগই পেতে হয়েছে। তাঁদের দুজনকে ছাড়াই বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলের দুই টি-টোয়েন্টির সিরিজ শুরু হচ্ছে আজ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় ম্যাচ সোমবার একই মাঠে একই সময়ে। সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস