পাকিস্তান সুপার লিগের মাঝপথে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। সাকিবের পর আরেক টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ডেকেছে ফ্রাঞ্চাইজিটি। পিএসএল খেলতে মিরাজকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পিএসএলের প্লে-অফ পর্বে অংশগ্রহণের জন্য চলতি মাসের ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। আজ সোমবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেললেও দলে নেই মিরাজ। বিসিবির অনাপত্তিপত্র পেলে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন এই টাইগার অলরাউন্ডার।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস