ফ্রেঞ্চ কাপে রেইমসকে ৩-০ গোলে হারিয়ে ঘরোয়া ডাবল নিশ্চিত করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। এখন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই ইউরোপিয়ান ফুটবলে প্রথম ফ্রেঞ্চ দল হিসেবে ট্রেবল জয়ের ইতিহাস গড়বে আইফেল টাওয়ারের শহর প্যারিসের ক্লাবটি।
এখনও পর্যন্ত মাত্র ১০টি ক্লাব ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ এবং ইউরোপিয়ান কাপ—এই তিনটি শিরোপা একই মৌসুমে জয়ের কীর্তি গড়েছে। আগামী শনিবার মিউনিখে ইন্টার মিলানকে হারাতে পারলেই পিএসজি হবে তালিকার ১১তম ক্লাব।
এপ্রিলের শেষ দিকে লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করার পর ফ্রেঞ্চ কাপের দিকে নজর ছিলো লুইস এনরিকের দলের।
স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে ব্র্যাডলি বারকোলার নিচু শটে এগিয়ে যায় পিএসজি। মাত্র তিন মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই তরুণ ফ্রেঞ্চ ফরোয়ার্ড। দুইটি গোলেই সহায়তা করেন তরুণ তারকা ফরোয়ার্ড ডিজায়ার দুয়ে।
প্রথমার্ধের শেষ দিকে আশরাফ হাকিমি ক্রস থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন।
বিরতির পর পিএসজি আরও সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।
এই জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে থাকা পিএসজি’র লক্ষ্য ইউরোপের শ্রেষ্ঠত্ব। কোচ লুইস এনরিক সামনেও আছে ইতিহাস গড়ার সুযোগ—যদি তিনি ট্রেবল জেতেন, তাহলে পেপ গার্দিওলার পর দ্বিতীয় কোচ হিসেবে দুইবার ট্রেবল জয়ের ইতিহাস গড়বেন।
এনরিকে ২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে প্রথম ট্রেবল জিতেছিলেন।
গার্দিওলা প্রথম কোচ হিসেবে ২০০৯ সালে বার্সেলোনা এবং ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির হয়ে দুইবার ট্রেবল জয়ের নজির গড়েছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
গার্দিওলা প্রথম কোচ হিসেবে ২০০৯ সালে বার্সেলোনা এবং ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির হয়ে দুইবার ট্রেবল জয়ের নজির গড়েছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস