খেলাধুলা

টাইগারদের শক্তিশালী শুরু: প্রথম সেশনেই তিন উইকেটের ধাক্কা

টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে শুরুতে দুই ধাক্কা দিয়েছে বাংলাদেশ। ওপেনার পাথুম নিশাঙ্কাকে তুলে নিয়েছেন তানজিম সাকিব। নিশান মাদুষ্কাকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ। এরপর তুলে নিয়েছেন কামিন্দু মেন্ডিসকে। শ্রীলঙ্কা ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২ রান করেছে। ক্রিজে থাকা কুশল মেন্ডিস ২২ ও অধিনায়ক চারিথা আশালঙ্কা ১১ রানে খেলছেন। নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস শূন্য এবং মাদুষ্কা ৬ রান করে ফিরেছেন।    সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জার্সিতে দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন ও স্পিনার তানভীর ইসলাম জায়গা পেয়েছেন একাদশে। শ্রীলঙ্কাও এক খেলোয়াড়ের অভিষেক করিয়েছে। পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে আছেন একাদশে।  বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ,  তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানাম, এসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।


এলএবাংলাটাইমস/আইটিএলএস