শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৯-১ গোলে জিতলেও পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না বাংলাদেশের কোচ পিটার বাটলার। শিষ্যদের ফিনিশিং দুর্বলতা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন তিনি। এর পেছনে অবশ্য কারণ ছিল। গত কদিনের টানা বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনা কর্দমাক্ত ও ভারী হয়ে যাওয়ায় স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি তারা। তবে দুই দিন ধরে বৃষ্টি নেই।
গতকালের কড়া রোদে মাঠ পুরোপুরি শুকিয়ে গেছে। তাই আজ সন্ধ্যায় নেপালের বিপক্ষে স্বাগতিকদের ফিনিশিং সমস্যা কেটে যাবে বলে প্রত্যাশা। সাগরিকা, মুনকিরা আরও বেশি গোল পাবেন বলেই আশা।
তবে নেপালের বিপক্ষে লড়াইটা এত সহজ হবে না। নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে হিমালয়ের কন্যারাও বেশ শক্তিশালী দল নিয়ে এসেছে। প্রথম ম্যাচে ভুটানকে ৬-১ গোলে হারিয়েছে তারা। তাই আজ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে স্বাগতিকরা।
তবে বাংলাদেশ দলের ফরোয়ার্ড সাগরিকা শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন অধিনায়ক আফঈদার নেতৃত্বে বেশ ভালো খেলছে বাংলাদেশ। তাই আজ কিংস অ্যারেনায় বড় জয়ই প্রত্যাশা স্বাগতিকদের।
এলএবাংলাটাইমস/আইটিএলএস