খেলাধুলা

স্বর্ণের পর রৌপ্যও জিতল বাংলাদেশ

রাশিয়ায় চলমান ৬ষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে বাংলাদেশের ভাণ্ডারে জমা পড়েছে দুটি পদক। এর একটি স্বর্ণ, অন্যটি রৌপ্য পদক।

শনিবার (৯ জুলাই) ছেলেদের শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশের আবু সুফিয়ান। এই তরুণ শ্যুটার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী।

এর আগে শুক্রবারে এবারের আসরে বাংলাদেশকে প্রথম পদক উপহার দিয়েছিলেন বিকেএসপি’র দুই শিক্ষার্থী হাকিম আহম্মেদ রুবেল ও নাদিয়া আক্তার শাপলা। আর্চারির রিকার্ভ বো’র মিশ্র দ্বৈত ইভেন্ট স্বর্ণ জিতেছিলেন তারা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পৃষ্ঠপোষকতায় রাশিয়ার ইউকুশিয়া সাখা রিপাবলিকে চলছে চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসের ৬ষ্ঠ আসর। বাংলাদেশসহ এশিয়ার প্রায় সবগুলো দেশই অংশ নিয়েছে এই আসরে। গত ৫ জুলাই শুরু হওয়া এই আসর চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।