অবশেষে থামল ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা লিভারপুলের জয়রথ। শনিবার সেলহার্স্ট পার্কে শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। লিগের টানা পাঁচ ম্যাচ জেতার পর এটিই অলরেডদের প্রথম হার।
ম্যাচের শুরুতেই লিভারপুলকে চমকে দেয় স্বাগতিকরা। নবম মিনিটেই ইসমাইলা সারের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় শিরোপাধারীরা। কিন্তু প্যালেসের জমাট রক্ষণ ও গোলরক্ষক ডিন হেন্ডারসনের অসাধারণ দৃঢ়তায় প্রথমার্ধে জাল অক্ষত থাকে।
দ্বিতীয়ার্ধের শেষদিকে এসে ম্যাচে নাটকীয়তা বাড়ে। ৮৭ মিনিটে ফেদেরিকো চিয়েসার গোলে সমতায় ফেরে লিভারপুল। যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে, তখনই দৃশ্যপটে আসেন প্যালেসের বদলি খেলোয়াড় এডি এনকেটিয়া। যোগ করা সময়ের সপ্তম মিনিটেখুব কাছ থেকে গোল করে ক্রিস্টাল প্যালেসের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে প্রিমিয়ার লিগের একমাত্র অপরাজিত দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখল ক্রিস্টাল প্যালেস। ৬ ম্যাচ শেষে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। এলএবাংলাটাইমস/আইটিএলএস
দ্বিতীয়ার্ধের শেষদিকে এসে ম্যাচে নাটকীয়তা বাড়ে। ৮৭ মিনিটে ফেদেরিকো চিয়েসার গোলে সমতায় ফেরে লিভারপুল। যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে, তখনই দৃশ্যপটে আসেন প্যালেসের বদলি খেলোয়াড় এডি এনকেটিয়া। যোগ করা সময়ের সপ্তম মিনিটেখুব কাছ থেকে গোল করে ক্রিস্টাল প্যালেসের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে প্রিমিয়ার লিগের একমাত্র অপরাজিত দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখল ক্রিস্টাল প্যালেস। ৬ ম্যাচ শেষে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। এলএবাংলাটাইমস/আইটিএলএস