খেলাধুলা

অলিম্পিকে বাংলাদেশের পতাকাবাহক সিদ্দিকুর

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি অলিম্পিক গেমসে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন গলফার সিদ্দিকুর রহমান। ১১ জুলাই অলিম্পিক র্যা ঙ্কিংয়ে ৬০ এর মধ্যে থাকার মাধ্যমে তিনি এই অসাধারণ সুযোগটি লাভ করেছেন।

শুধু তাই নয়, ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসে বাংলাদেশের পাতাক বহন করবেন সিদ্দিকুর রহমান। আজ কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিশেনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫ জনের অলিম্পিক গেমসে অংশ নেওয়া নিশ্চিত হয়েছে। তার মধ্যে সিদ্দিকুর সরাসরি অংশ নিচ্ছেন। এ ছাড়া বিশেষ ওয়াইল্ড কার্ড পাওয়া মাধ্যমে অংশ নিতে যাচ্ছেন শ্যামলী রায় (আর্চারি), আব্দুল্লাহেল বাকী (শুটিং), মাহফিজুর রহমান (সাঁতার), সোনিয়া আক্তার (সাঁতার)।

আরো দু’জন সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।