খেলাধুলা

গিলের অসাধারণ ইনিংসে কোহলির রেকর্ড স্পর্শ

ভারতের অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সেঞ্চুরিতে বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করলেন বর্তমান অধিনায়ক শুভমান গিল। শনিবার (১১ অক্টোবর) দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ১২৯ রানে অপরাজিত থাকেন গিল।  ভারতের অধিনায়ক হিসেবে এ বছর পঞ্চম টেস্ট সেঞ্চুরি করে কোহলির রেকর্ড স্পর্শ করেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক। ২০১৭ ও ২০১৮ সালে ভারতের অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে পাঁচটি করে সেঞ্চুরি করেছিলেন কোহলি। সাত বছর পর কোহলির রেকর্ড স্পর্শ করলেন গিল।   চলতি বছরই ভারতের টেস্ট অধিনায়ক হন গিল। গত জুনে ইংল্যান্ডের সফরে টেস্ট সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। ঐ সিরিজের প্রথম দুই টেস্টে ৩টি সেঞ্চুরি করেন গিল। এরপর চতুর্থ টেস্টে আবারও সেঞ্চুরি হাঁকান তিনি। ফলে ইংল্যান্ড সিরিজেই চারটি সেঞ্চুরি পেয়ে যান গিল।
Shubman Gill's rich vein of form continues, India vs West Indies, 2nd Test, Delhi, 2nd day, October 11, 2025 এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এ বছরের পঞ্চম শতকের দেখা পেলেন গিল। এখন কোহলির রেকর্ড ভাঙার সুযোগ আছে গিলের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় ইনিংস ও আগামী নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর মধ্যে একটিতে সেঞ্চুরি করলেই ভারতের অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়বেন গিল।   এলএবাংলাটাইমস/আইটিএলএস