খেলাধুলা

নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই অলআউট বাংলাদেশ

আবারও সেই চিরচেনা ব্যাটিং ব্যর্থতা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতার পুরো ৫০ ওভারও টিকতে পারেনি টাইগাররা। ধীরগতির ব্যাটিংয়ে ২ বল বাকী থাকতে ২০৭ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। জয়ের জন্য ২০৮ রান করতে হবে ক্যারিবীয়ানদের। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। আগে ব্যাট করতে নেমে শুরুটাও ভালো হয়নি বাংলাদেশ। দলীয় ৮ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। সাইফ হাসান ৩ ও সৌম্য সরকার ৪ রান করে সাজঘরে ফিরে যান।    
এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করন নাজমুল হোসেন শান্ত।  ৭১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৯ রানে ৬৩ বলে ৩২ রান করে ফিরে যান শান্ত। এরপর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হৃদয়। ফিফটির দেখা পান তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি হৃদয়। ৯০ বলে ৫১ রান করে ফিরে যান তিনি।   এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২ বল বাকী থাকতেই অলআউট হয় বাংলাদেশ। ৪ রানে জন্য ফিফটি মিস করেন অভিষিক্ত অঙ্কন। ৭৬ বলে ৪৬ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে রিশাদ হোসেন করেন ১৩ বলে ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জায়ডেন সিয়েলস নেন ৩টি উইকেট।