খেলাধুলা

মুস্তাফিজ এবার বাংলা শেখাবেন ইংলিশদের!

মুস্তাফিজের আর কোনো জটিলতা নেই। এবার ইংল্যান্ডের মাটিতে ঝড় তুলবেন মুস্তাফিজ। ভারতের মাটিতে বোলিং জাদু দেখিয়ে দলকে শিরোপা জেতান মুস্তাফিজ।
কয়েকটি ম্যাচেই মুস্তাফিজের অবিশ্বাস্য ভূমিকায় জয় পায় হায়দারাবাদ। নানা কল্পনা শেষে কাউন্টি খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। তাকিয়ে আছেন লুক রাইট। দলের অবস্থা খুব ভালো নয়।
ইংরেজি না জানা মুস্তাফিজ সেখানেও কথা বলবেন তার মায়ের ভাষায়।

মুস্তাফিজ বলেছেন, তিনি বই-পুস্তক পড়ে ইংরেজি শিখতে যাবেন না। নিজে যেভাবে পারেন সেভাবে কথা বলবেন।

মুস্তাফিজ বলেছেন, ভারতে যেভাবে কথা বলেছি ইংল্যান্ডেও সেভাবে কথা বলব। ভারতে দলীয় অধিনায়কসহ অনেককে বাংলা শিখিয়েছেন মুস্তাফিজ। ওয়ার্নার এক সময় বাসে বসে বলেন, পানি দাও, ঠান্ডা পানি।

বলাই যায় এই মুস্তাফিজ কেন ইংরেজি শিখবেন? তিনি এবার বাংলা শেখাবেন ইংল্যান্ডের মানুষদের। মুস্তাফিজুর রহমান স্বরুপে থাকলে ক্রিকেটারদের পাশাপাশি ইংলিশদের সবাইকেই বাংলা ভাষার খানিকটা হলেও শেখাতে পারবেন মুস্তাফিজ।

ইংল্যান্ডের মাতৃভাষা ইংরেজি। সেখানেই বাংলা ভাষা ছড়িয়ে দেবেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের কাউন্টি খেলতে যাওয়া যেন বাংলা ভাষার জয়। মুস্তাফিজ ওয়ার্নারের পর এবার সাসেক্সের অধিনায়ক লুক রাউটকে বাংলা নিশ্চই বাংলা শেখাবেন।