খেলাধুলা

লস এঞ্জেলেসে ডজার্সের বিজয় উৎসব: সোমবার অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড সিরিজ প্যারেড

লস এঞ্জেলেস ডজার্স তাদের নবম ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার প্রস্তুতি নিচ্ছে বিজয় উদযাপনের। টরন্টো ব্লু জেসের বিপক্ষে নাটকীয় সপ্তম খেলায় জয় লাভের পর ডজার্স সমর্থকদের জন্য সোমবার শহরের কেন্দ্রে আয়োজন করা হয়েছে এক বিশাল প্যারেডের। প্যারেডটি লস এঞ্জেলেস শহরের ডাউনটাউনে অনুষ্ঠিত হবে, যেখানে ডজার্স খেলোয়াড়রা ডাবল-ডেকার বাসে করে শোভাযাত্রায় অংশ নেবেন। প্যারেডের সময়সূচি ডজার্স প্যারেড শুরু হবে সোমবার, ৩ নভেম্বর সকাল ১১টায়। প্রায় ৪৫ মিনিট ধরে চলবে এই শোভাযাত্রা। এর পর ডজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি বিশেষ টিকিটধারী উদযাপন অনুষ্ঠান। ঘরে বসে দেখার সুযোগ সকাল ১০টা থেকে এবিসি৭ (ABC7) চ্যানেলে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে পুরো প্যারেড। প্যারেডের রুট ডজার্স খেলোয়াড়রা সকাল ১০টা ৪৫ মিনিটে ডজার স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করবেন এবং ডাউনটাউন লস এঞ্জেলেসে প্রবেশ করবেন। প্যারেডটি শুরু হবে নর্থ ব্রডওয়ে ও ওয়েস্ট টেম্পল স্ট্রিট থেকে। সেখান থেকে বাসগুলো পশ্চিম দিকে টেম্পল স্ট্রিট ধরে এগিয়ে গ্র্যান্ড অ্যাভিনিউতে দক্ষিণমুখী হবে। তারপর ৭ম স্ট্রিটে পশ্চিম দিকে গিয়ে সাউথ ফিগুয়েরোয়া স্ট্রিটে উত্তরমুখী হবে এবং ওয়েস্ট ৫ম স্ট্রিটে এসে প্যারেডের সমাপ্তি হবে। এরপর খেলোয়াড়রা আবার ডজার স্টেডিয়ামে ফিরে যাবেন। রুটের দৈর্ঘ্য ও সময়কাল প্যারেডের রুটের দৈর্ঘ্য প্রায় ১.৭ মাইল, এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি চলবে আনুমানিক ৪৫ মিনিট। শেষ পর্বে কী থাকবে প্যারেড শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে ডজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টিকিটধারী ভক্তদের জন্য বিশেষ উদযাপন অনুষ্ঠান। স্টেডিয়ামের পার্কিং গেট খোলা হবে সকাল ৮টা ৩০ মিনিটে, আর প্রবেশের অনুমতি মিলবে সকাল ৯টা থেকে। সেখানে খাবার, পণ্যসামগ্রী কেনার সুযোগ থাকবে এবং ডজারভিশন (DodgerVision) স্কোরবোর্ডে সরাসরি সম্প্রচার দেখানো হবে। টিকিট সংগ্রহের নিয়ম রবিবার দুপুর ১২টা থেকে ডজার্সের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। গত বছর এই ইভেন্টের টিকিট অল্প সময়েই বিক্রি হয়ে গিয়েছিল। লস এঞ্জেলেস শহরজুড়ে এখন শুধুই ডজার্স উদযাপনের আমেজ—এটি শহরের ক্রীড়াপ্রেমীদের জন্য আরেকটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকছে।

এলএবাংলাটাইমস/ওএম