খেলাধুলা

অস্ত্রোপচার করাতে হবে মুস্তাফিজকে!

বাম কাঁধের চোটের কারণে ইংল্যান্ডে অলস সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তরুণ পেসার মঙ্গলবার ইউনিভার্সিটি অব গ্রিনউইচের অর্থোপেডিক সার্জন টনি কোচারের সঙ্গে দেখা করেছেন।

এমআরআই রিপোর্ট অনুযায়ী মুস্তাফিজের কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়েছে। চিকিৎসার ভাষায় যেটাকে বলে সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র।

এর আগেও একই সমস্যায় পড়েছিলেন মুস্তাফিজ। সাময়িক সময়ের জন্য ব্যথানাশক ওষুধ দিয়ে তা সারিয়ে উঠেছিলেন। কিন্তু এবার সেই পথে হাঁটবে না বিসিবি এবং সাসেক্স কর্তৃপক্ষও। ওষুধ দিয়ে মুস্তাফিজকে না খেলানোর নির্দেশনা দিয়েছে বিসিবি।

বিসিবির ঘনিষ্ঠসূত্র মঙ্গলবার রাতে রাইজিংবিডিকে জানালেন, ‘দীর্ঘ সময়ের জন্য মুস্তাফিজকে পেতে হলে অস্ত্রোপচার বাধ্যতামূলক!’ সার্জন টনি কোচার কোন পথে হাঁটেন, সেটাই এখন দেখার বিষয়।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম রাইজিংবিডিকে মুঠোফোনে বলেন, ‘ব্যথানাশক ওষুধ দিয়ে সাময়িক সময়ের জন্য হয়তো মুস্তাফিজকে পাওয়া যাবে। তবে অস্ত্রোপচারও করানো যাবে।’

পূর্বের ধারণা অনুযায়ী অস্ত্রোপচার করানো হলে কমপক্ষে নয় থেকে এগারো মাস মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজকে! সেক্ষেত্রে কোচার যদি অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন, তাহলে যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করানোই ভালো। অন্যথায় দেরি হলে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিও মিস করতে পারেন মুস্তাফিজ। আগামী বছরের ১ জুন ইংল্যান্ডে বসবে চ্যাম্পিয়নস ট্রফি।

ইংল্যান্ডে মুস্তাফিজের অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনাই বেশি। জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সোমবার বলেন, ‘এখনই ওকে (মুস্তাফিজকে) দেশে আনার কথা ভাবছি না। ইংল্যান্ডে আমাদের চেয়ে আরো ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। আমরা তাই সুযোগটা হাতছাড়া করব না। যদি বড় কোনো ইনজুরিও হয় তাহলে আমার মতে ওইখানে রেখে ইনজুরিটা একেবারে সারিয়ে আনা উচিত।’