খেলাধুলা

ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা!

 ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। ৩ জুন শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে পথচারীদের মধ্যে গাড়ি চালিয়ে হামলা করা হয়। ছয়জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহতে হয়েছে বলে জানা গেছে। এই হামলার পর পুরো ইংল্যান্ড জুড়েই নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। ব্রিটিশ গোয়েন্দা বিভাগ জানাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচেও নাশকতার আশঙ্কা রয়েছে।
লন্ডন থেকে দু’ ঘণ্টার দূরত্বে এজবাস্টন। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে তার আগেই রাজধানী লন্ডনের বুকে এমন জঙ্গী হামলায় হাই প্রোফাইল ম্যাচের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ প্রশাসন। ইতোমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডকে আশংকার কথা জানিয়েছে ব্রিটিশ গোয়েন্দা দফতর। সেই সঙ্গে এও আশ্বস্ত করেছে যে, নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে ভারত-পাকিস্তান।
এর আগে গত মাসের ২৩ তারিখ ম্যানচেস্টারে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। কনসার্ট চলাকালীন সেখানে বোমা হামলা হয়। প্রাথমিকভাবে ইংল্যান্ডের পুলিশ এটাকে আত্মঘাতী হামলা বলে জানায়। ওই বোমা হামলায় ২২ জন প্রাণ হারান। আহত হন অর্ধ শতাধিক। এরপরই ইংল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)
পরবর্তীতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও দর্শকদের নিরাপত্তার সর্বোচ্চ আশ্বাস দেয় ইংল্যান্ড সরকার ও আইসিসি। এরই মাঝে আবারও এমন হামলা। স্বভাবতই দু’দলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে ব্রিটিশ গোয়েন্দা দফতর জানিয়েছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এজবাস্টনকে।
সূত্র: এনডিটিভি