খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে মিরাজকে চান আগারকার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে পাঁচ জুন সোমবার দ্য ওভালে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দুদলই চাইছে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে। দুদলই আভাস দিয়েছে দলে পরিবর্তনের ব্যাপারে। ইএসপিএন ক্রিকইনফো’র ক্রিকেট বিশেষজ্ঞ অজিত আগারকর ম্যাচের আগে এক প্রিভিউতে বলেছেন আজকের উইকেট দেখে তিনি ভাবছেন বাংলাদেশ দলে মেহেদি হাসান মিরাজকে নিলে ভালো ফল পাবে মাশরাফি বিন মুর্তজারা।
ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আট জন ব্যাটসম্যান নিয়ে খেলেছিল বাংলাদেশ। তবে আগারকার চান অস্ট্রেলিয়ার বিপক্ষে একজন ব্যাটসম্যান কম নিয়ে মিরাজের মতো একজন অলরাউন্ডার নিয়ে খেলুক দলটি। এই প্রসঙ্গে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে আট ব্যাটসম্যান নিয়ে খেলেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তাদের কম্বিনেশন নতুন করে সাজানো উচিত। দলে একজন বাড়তি বোলার যোগ করা উচিত।’
ব্যাটিং নয় বাংলাদেশের ভাবনার কারণ বোলিং এমনটা মনে করে আগারকর বলেন, ‘বাংলাদেশের টপ অর্ডাররা দুর্দান্ত ফর্মে আছে সেটা আমরা প্রথম ম্যাচেই দেখেছি। আমি মনে করি, ব্যাটিং তাদের জন্য ভাবনার কারণ হবে না। কিন্তু বোলিং নিয়ে তাদের ভাবা উচিত। আমি দলে মেহেদী হাসান মিরাজের মতো কাউকে চাই। কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনাররা ভালো করবে। যদি না উইকেট পুরা সবুজ হয় তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার পেসার খেলানোর কোনো যৌক্তিকতাই নেই।’
ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করেও বোলাররা আটকাতে পারেনি। খুব সহজেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এমন পরিস্থিতি এড়াতেই আগারকরের প্রস্তাব, বোলিং শক্তি বাড়াক বাংলাদেশ।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো