খেলাধুলা

শারজার টি-টেন টুর্নামেন্টে দল পেয়েছেন সাকিব-তামিম-মোস্তাফিজ

ডিসেম্বরে মাসে নতুন ফরম্যাটে ১০ ওভারের ক্রিকেট দেখতে যাচ্ছে বিশ্ব। প্রথমবার আয়োজিত টি-টেন টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। রোববার দুবাইতে অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড়দের নিলাম। ছয় দলের এই টুর্নামেন্ট চলবে ডিসেম্বরের ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত। শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

টি-১০ ক্রিকেটের প্রথম আসরে সাকিব আল হাসান খেলবেন কেরালা কিংসের হয়ে। দলটিতে কোচ হিসেবে আছেন কিংবদন্তি ব্রায়ান লারা। আরও আছেন কাইরন পোলার্ড, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভীরের মত খেলোয়াড়। দলটির আইকন ক্রিকেটার ওয়েন মরগ্যান।

অন্যদিকে তামিম ইকবালকে কিনে নিয়েছেন পাখতুনস। তামিমের এখানে খেলবেন শহিদ আফ্রিদি, ফখর জামান, আহমেদ শেহজাদদের সাথে। আফ্রিদি আবার সেখানে আইকনও।

তামিম ও সাকিব পারিশ্রমিক পাবেন শীর্ষ ক্যাটাগরিতে, ৩০ হাজার ডলার। আর কাটার মাস্টার মোস্তাফিজ খেলবেন বেঙ্গল টাইগার্স দলের হয়ে। সেখানে তার সতীর্থ ড্যারেন সামি, আন্দ্রে ফ্লেচার, সুনিল নারাইনের মত ক্রিকেটাররা। এখানে আইকন পাকিস্তানি সরফরাজ আহমেদ।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দশ ওভারের হবে। ইনিংসপ্রতি সময় ধরা হয়েছে ৪৫ মিনিট। প্রথম আয়োজনে সবচেয়ে বেশি ২৬ জন ক্রিকেটার খেলছেন পাকিস্তান থেকে।

এলএবাংলাটাইমস//এলআরটি