খেলাধুলা

মেসির বাইআউট ক্লজ ৭০০ মিলিয়ন

বার্সেলোনার সঙ্গে কবে হচ্ছে লিওনেল মেসির নতুন চুক্তি? মেসি আর বার্সা ভক্তদের এই প্রশ্ন দীর্ঘদিনের। তবে আর্জেন্টাইন তারকার চুক্তি নবায়ন নিয়ে নিশ্চয়তা দিল বার্সা।

গ্রীষ্মেই নতুন চুক্তিতে স্বাক্ষর করছেন মেসি। নয়া চুক্তি অনুয়ায়ী ২০২১ সাল পর্যন্ত নাকি বার্সায় থাকতে একমত হয়েছেন তিনি। আর সেই চুক্তিতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার বাইআউট ক্লজ দাঁড়াবে ৭০০ মিলিয়ন ইউরোতে।

এর আগে গত জুলাইয়ে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে ক্লাবের চুক্তির সঙ্গে নাকি একমত হয়েছেন মেসি। তবে এখনো তাতে স্বাক্ষর করেননি আর্জেন্টাইন অধিনায়ক। নতুন চুক্তি স্বাক্ষরিত হলে ৩৪ বছর বয়স পর্যন্ত নু ক্যাম্পের ক্লাবটিতে দেখা যাবে মেসিকে।

বর্তমান চুক্তি অনুয়ায়ী ২০১৮ সাল পর্যন্ত বার্সায় থাকবেন মেসি। তবে ২০২১ পর্যণ্ত এই ক্লাবের সঙ্গে থাকতে একমত হয়েছেন তিনি। এ প্রসঙ্গে এক বিবৃতিতে কাতালান ক্লাবটি জানায়, ‘শনিবার সকালে  এফসি বার্সেলোনা ও লিওনেল মেসি নতুন একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিতে ২০২০/২১ মৌসুম পর্যন্ত এই ক্লাবে দেখা যাবে আর্জেন্টাইন সুপারস্টারকে। এই চুক্তির জন্য বাইআউট ক্লজ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো।’
এলএবাংলাটাইমস/এস/এলআরটি