খেলাধুলা

মেসিকে পেছনে ফেলে শীর্ষে হ্যারি কেন

এল ক্লাসিকোতে ১ গোল করে ৫৪ গোল নিয়ে বছর শেষ করেছিলেন লিওনেল মেসি। ৫৪ গোল নিয়ে তিনি ২০১৭ সালে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষেই ছিলেন। কিন্তু টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেন আজ তাকেও পেছনে ফেলেছেন।

আজ মঙ্গলবার বক্সিং ডে ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন হ্যারি। আর এই হ্যাটট্রিকের সুবাদে ২০১৭ সালে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ তে। এর মধ্য দিয়ে মেসিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেন। ৫৫ গোলের ৪৭টি করেছেন টটেনহ্যামের হয়ে। ৮টি করেছেন ইংল্যান্ডের জার্সি গায়ে।

শুধু তাই নয় এই হ্যাটট্রিকের ফলে প্রিমিয়ার লিগে ২০১৭ সালে ৩৯ গোল করার রেকর্ড গড়েছেন। ভেঙেছেন ২২ বছরের পুরনো রেকর্ড।

২০১৭ সালে ক্লাব ও দেশের হয়ে ৫৩টি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এডিনসন কাভানি ও রবার্ত লেভানডোস্কি।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি